পলাশবাড়ীতে করোনার এই দুর্যোগে অসহায় ও কর্মহীন দুস্থদের পাশে ত্রাণ সহযোগীতায় ,প্রকৌশলী আবু জাহিদ (নিউ) 118 0
পলাশবাড়ীতে করোনার এই দুর্যোগে অসহায় ও কর্মহীন দুস্থদের পাশে ত্রাণ সহযোগীতায় ,প্রকৌশলী আবু জাহিদ (নিউ)
শাহারুল ইসলাম, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
পরিবারের কাছেই শিক্ষা, দাঁড়াতে হবে অসহায় মানুষদের পাশে। ছোট ভাই রবিউল ইসলাম (রবি) চেয়ারম্যানের মতই মানুষের ক্রান্তিলগ্নে বসে থাকতে পারেন না তিনি। পলাশবাড়ী, সাদুল্লাপুর, পীরগঞ্জের বেকার যুব সমাজকে নিয়েও ভাবতে বসেছেন তিনি, তার ধারনা দেশকে উন্নত করতে হলে এই বিশাল জনশক্তিকে কাজে লাগে হবে। প্রাথমিক ভাবে শুরুও করে দিয়েছেন,আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষের উপর নিজ হাতে প্রশিক্ষন দিয়ে যাচ্ছেন বেকার যুবকদের।করোনা ভাইরাসের কারনে মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে, অসহায় হয়েপড়েছে, ঠিক সেই মহুর্তে বসে থাকতে পারেননি মানবতার নেতা আমেরিকা প্রবাসী আবু জাহিদ নিউ। খাদ্য নিয়ে এই তিন উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছেন তিনি। নেই কোনক্লান্তির ছাপ, মনে হচ্ছে এই অসহায় মানুষ গুলো তার পরিবারেরই একজন।তিনি আজ ২৪ এপ্রিল শুক্রবার পলাশবাড়ী উপজেলার মহদীপুর, বেতকাপা ও আমলাগাছী বাজার এলাকায় তার নিজ উদ্যোগে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন। এসময় নিউ লাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা আবু রব সালেহসাকি, লুৎফর সরকার, সে”ছাসেবক রশিদুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এসব খাদ্য সহায়তা বিতরণের আগে আমেরিকা প্রবাসী আবু জাহিদনিউ বলেন, নিউ লাইফ ফাউন্ডেশনের পক্ষ হতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে । এ কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলামান থাকবে। নিউ লাইফ ফাউন্ডেশন মানবতায় সেবায় সর্বদা কাজ করে যাচ্ছে, আগামী দিনেও কাজ করে যাবে।এ সময় তিনি সামাজিক দুরুত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন। মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় দিক-নির্দেশনা,নিজেদের সুরক্ষায় নিজ নিজ বাড়িতে অবস্থান করা, বিনা প্রয়োজনে বাহিরে বের না হওয়া, প্রয়োজনে মাস্ক পরিধেয় করে বের হওয়ার পরামর্শপ্রদান করেন প্রকৌশলী আবু জাহিদ নিউ ।